[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ জন গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহীর বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা থেকে গ্রেপ্তার ২১ জন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীর বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‍্যাব-৫-এর রাজশাহীর সদস্যরা এই অভিযান চালান।  সোমবার র‍্যাব এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুলাল মণ্ডল (৪৫), নাঈম শাহ (৩১), তোফাজ্জল খাঁ (৪০), মো. আলমগীর (৩৬), মো. আলামিন (২১), বিলাস উদ্দিন (২০), মিঠু শেখ (২৭), আসাদ হাসান (৩৪), মো. বাবু (৪৪), আবু হেনা ওরফে বাদল (৪৩), সজিব ইসলাম (২১), নাহিদুল ইসলাম (২০), হিরু চন্দ্র পাল (৬০), আমিরুল হক (৩৩), খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), আবদুল মজিদ (৬৫), ওয়াহাব আলী (৩২), মালেক উদ্দিন (৩২), মহসিন আলী (৪২), আবু জাফর (৪২) ও মো. খোকন (২৫)। তাঁদের বাড়ি দুর্গাপুর, পুঠিয়া ও বাগমারায়।

র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা সড়কের বিভিন্ন ধরনের যানবাহন থেকে চাঁদা তুলতেন। তাঁদের কাছ থেকে দুটি টালি খাতা, আটটি চাঁদা আদায়ের রশিদ বই ও ৬ হাজার ১১৯ টাকা জব্দ করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন