বিনোদন প্রতিবেদক সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে সেজান ও হান্নানের নাম এসেছে | ছবি: কোলাজ সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে আলোচিত দুই তরুণ র্যাপার সেজান ও হান্নানের নাম এসেছে। বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র–জনতার আন্দোলনে তাঁদের গানের ভূমিকা কথা তুলে ধরা হয়েছে। আন্দোলনের মধ্যে ‘কথা ক’ ও ‘আওয়াজ উডা’ প্রকাশ করে পরিচিতি পেয়েছেন নারায়ণগঞ্জের দুই র্যাপার সেজান ও হান্নান। গান দুটি আন্দোলনে প্রেরণা জুগিয়েছে। পাঠ্যবইয়ের নাম আসার খবরে ‘গর্ববোধ’ করছেন বলে জানান ‘আওয়াজ উডা’ র্যাপার হান্নান। তিনি আজ …