স্টার্টআপে হবে দুই দেশের সেতুবন্ধ
![]() |
| ঢাকায় ভারতীয় হাইকমিশন ‘স্টার্টআপ কানেক্ট’ শীর্ষক এক নেটওয়ার্কিং সেশনের আয়োজন করে | ছবি: ভারতীয় হাইকমিশনের সৌজন্যে |
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘স্টার্টআপ কানেক্ট’ নামে এই উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার নতুন গল্প তৈরি করবে।
রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে এক আড্ডামূলক বৈঠকে তিনি এ কথা বলেন। সেখানে বাংলাদেশের ৩০টির বেশি নামকরা স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তারা অংশ নেন।
ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই উদ্যোগ দুই দেশের নতুন ব্যবসা ও প্রযুক্তিভিত্তিক কাজকে আরও এগিয়ে নেবে। ভারত ও বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে নতুন নতুন সুযোগ তৈরি হবে এবং দুই দেশই লাভবান হবে।
প্রণয় ভার্মা বলেন, 'স্টার্টআপ শুধু নতুন ব্যবসার সুযোগই নয়, এটা কর্মসংস্থান তৈরি করছে, নানা সমস্যার সমাধান দিচ্ছে এবং দুই দেশকে আরও কাছে আনছে।'
অনুষ্ঠানে বাংলাদেশের কয়েকজন উদ্যোক্তাও কথা বলেন। টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ও এমসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুল্লাহ এন করিম বলেন, 'বাংলাদেশের স্টার্টআপ খাত খুব দ্রুত এগোচ্ছে।'
আইকোরি ও টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ বলেন, 'বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের অনেক সম্ভাবনা আছে। ভারত ও বাংলাদেশের একসঙ্গে কাজ করলে ভালো সাফল্য পাওয়া যাবে।'
শপআপ বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা আতাউর রহিম চৌধুরী বলেন, 'ভারতের সঙ্গে কাজ করে তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেয়েছেন।'
এই আয়োজনকে সামনে রেখে আগামী ৯ ও ১০ অক্টোবর ভারতের কোয়েম্বাটুরে অনুষ্ঠিত হবে তামিলনাড়ু গ্লোবাল স্টার্টআপ সম্মেলন। সেখানে বেশ কয়েকটি বাংলাদেশি স্টার্টআপ অংশ নেবে। ভারতের অন্যতম বড় এ সম্মেলনে ৩৯টি দেশের প্রতিনিধিরা একসঙ্গে হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন