{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

ডাকসু নির্বাচনে ভোটারদের উদ্দেশে ছাত্রদল নেতার আহ্বান

প্রকাশঃ
অ+ অ-

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির | ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত ইতিহাস এবং স্বাধীনতাসংগ্রামের তাৎপর্য মনে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার বিকেলে নির্বাচনের আগের দিন ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অভ্যুদয়ের কেন্দ্রবিন্দু। ডাকসু নির্বাচন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, দেশের মানুষের কাছেও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা।’

নাছির বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতার সূতিকাগার হিসেবে উল্লেখ করে বলেন, ‘১৯৭১ সালে পশ্চিমা সেনারা অপারেশন সার্চলাইট চালিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালায়। রোকেয়া হলে নারী শিক্ষার্থীদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। মধুর ক্যান্টিনের মধুদাস এবং জগন্নাথ হলের অসংখ্য শিক্ষার্থী নিহত হন। শহীদুল্লাহ হলের হাউস টিউটর আতাউর রহমান খান খাদিম, জগন্নাথ হলের শিক্ষক অনুদ্বৈপয়ান ভট্টাচার্যসহ বহু শিক্ষক প্রাণ হারান। ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধীদের পরিকল্পিত হত্যাকাণ্ডে প্রাণ দেন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক গোবিন্দ চন্দ্র দেব, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, আবুল খায়ের, জ্যোতির্ময় গুহঠাকুরতাসহ আরও অনেকে। পাকিস্তানি সেনাদের সহযোগিতায় এই হত্যাযজ্ঞে সক্রিয় ভূমিকা নেয় ইসলামি ছাত্রসংঘ ও তাদের সশস্ত্র উইং আল বদর।’

ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বাধীনচেতা ও মুক্তবুদ্ধির ক্যাম্পাস। এখানে কোনো গোষ্ঠী যেন মোরাল পুলিশিং চালু করতে না পারে, নারীদের চলাফেরায় বাধা সৃষ্টি না করে, কিংবা সৌহার্দ্যের পরিবর্তে নিষেধাজ্ঞার সংস্কৃতি চাপিয়ে না দেয়— সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ধর্ম-বর্ণ-জাতিসত্তা নির্বিশেষে সবার সমান সুযোগ নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।’

তিনি জানান, ‘জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়কে মুক্ত, গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত ক্যাম্পাসে রূপ দিতে অঙ্গীকারবদ্ধ। গেস্টরুম-গণরুম, জবরদখল আর জবরদস্তিমূলক রাজনীতি বন্ধ করার শপথ নিয়েছে সংগঠনটি। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব। একাডেমিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম, খাদ্য-আবাসন-পরিবহন সমস্যা সমাধান, ক্যারিয়ার উন্নয়ন ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা আমাদের অঙ্গীকার।’

নাছির বলেন, ‘আমাদের মনোনীত প্রার্থীরা তারুণ্যদীপ্ত, মেধাবী, সাম্যবাদী ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা। আগামীকালের নির্বাচনে তাদের পক্ষে আপনাদের মূল্যবান ভোট দেওয়ার আহ্বান জানাই।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন