{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

রাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৬০ জন বাদ পড়লেন

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাকসুর নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

খসড়া ভোটার তালিকা যাচাই–বাছাই শেষে ২৬০ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে খসড়া তালিকায় বাদ পড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৯২। এর মধ্যে ১৫ হাজার ৩৫১ ছাত্র ও ৯ হাজার ৭৪১ ছাত্রী ভোটার।

এর আগে ৬ আগস্ট নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ২৫ হাজার ১৫২ জন। যার মধ্যে ছাত্র ভোটার ছিলেন ১৫ হাজার ৪৬৮ জন এবং ছাত্রী ভোটার ছিলেন ৯ হাজার ৬৮৪ জন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত চূড়ান্ত ভোটার তালিকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাকসুর ওয়েবসাইট (https//www.ru.ac.bd/rucsu/) ও সংশ্লিষ্ট আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকায় কোনো ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হলে নির্বাচন কমিশন তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।’

কোন হলে কত ভোটার
ছাত্র হলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হলে ভোটার সংখ্যা ৮২৮, শাহ্ মখদুম হলে ১ হাজার ১৭০ জন, নবাব আব্দুল লতিফ হলে ৯৬০, সৈয়দ আমীর আলী হলে ১ হাজার ১২৯, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ১৮৮, শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৮৮, মতিহার হলে ১ হাজার ৫৮৩, মাদার বখ্শ হলে ১ হাজার ৫৯০, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৬১ ও বিজয়–২৪ হলে ১ হাজার ২৮৩ জন। এ ছাড়া শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৭১ জন চূড়ান্ত ভোটার তালিকায় আছেন।

ছাত্রী হলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলে ২ হাজার ৩৫ জন, রোকেয়া হলে ১ হাজার ৮২২, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৪৭, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১৩৪ ও রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৫৫ জন। এ ছাড়া জুলাই–৩৬ হলে ২ হাজার ১৪৮ ছাত্রীর নাম চূড়ান্ত ভোটার তালিকায় এসেছে।

এ ছাড়া এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী আচরণবিধির অনুচ্ছেদ ৫–এর ব্যাখ্যাও সংশোধন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫–এর আচরণবিধির অনুচ্ছেদ–৫–এ বিদ্যমান শর্তের সংশোধনী নিম্নে উল্লেখ করা হলো, ‘ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্র প্রবেশ–সংক্রান্ত’ শিরোনামে যা বোঝানো হয়েছে, তা হলো নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে প্রার্থীরা (রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি) সংশ্লিষ্ট আবাসিক হলের রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি নিয়ে নির্ধারিত সময় ও স্থানে আবাসিক হলে শুধু পরিচিতি সভায় ছাত্রদের আবাসিক হলে ছাত্রী প্রার্থী ও ছাত্রীদের আবাসিক হলে ছাত্র প্রার্থী প্রবেশ করতে পারবে।

এদিকে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে মনোনয়নপত্র বিতরণের আজ বুধবারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫–এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম আজ সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন