প্রতিনিধি রাজশাহী
![]() |
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ প্রাঙ্গনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফারাক্কা বাঁধ এ দেশে কারবালা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ শুক্রবার বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে যোগদান করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, ‘ফারাক্কা বাঁধের কারণে ছয় কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত। বাস্তবে অনেক বেশি। এটা জীবন-জীবিকা, মানুষের খাদ্য, মাছ, জলজ প্রাণী সব ধ্বংস করে দিয়েছে। ফারাক্কা এ দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এই অন্যায়ের বিচার আমরা চাই এবং আমরা ন্যায্য হিস্যাও চাই। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা এটার ব্যাপারে চাপ সৃষ্টি করব। এটার চাপ থাকবে এবং সেটা নিয়ে আমরা কাজ করব।’
ফরিদা আখতার আরও বলেন, ‘ফারাক্কায় বাঁধ দিয়ে পানি বন্ধ করে দিয়ে এত দিন ভারত অন্যায় করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটার প্রতিবাদ করেছি। এখন আমরা মনে করি, জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি, যার জন্য মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে (১৬ মে, ১৯৭৬)। আমরা সেটার হিস্যা আদায় করব। আমরা ভারতের সঙ্গে চুক্তি তো আবার নবায়ন করছি। ন্যায্য পানি না পেলে দরকার হলে আমরা আন্তর্জাতিকভাবে যাব।’
![]() |
আলোচনা সভার আগে উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে ফারাক্কা লংমার্চ নিয়ে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
এর আগে ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি রাজশাহী কলেজ থেকে বের হয়ে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে আবারও রাজশাহী কলেজে এসে শেষ হয়। শিশু-কিশোরেরা শোভাযাত্রায় পানির ন্যায্য দাবি প্ল্যাকার্ডে তুলে ধরে। শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। তারপর রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফরিদা আখতার।
আলোচনা সভায় অন্যদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যশোর প্রাচ্য সংঘের পরিচালক ও লেখক, গবেষক বেনজিন খান, নদী গবেষক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। সভাপতিত্ব করেন নদী গবেষক ও ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকী।