নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
গ্রেপ্তার | প্রতীকী ছবি |
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, নোয়াখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম পারভেজ, মিরপুরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবর রহমান, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জিয়াউল হক জিয়া, নবাব কাটরা ইউনিট যুবলীগের সহসভাপতি মো. কলিম, কদমতলী থানার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রেদওয়ান খান বোরহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউল গনি কৌশিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এরশাদুর রহমান রিফাত, চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পলাশ।
ডিবির বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার হাবিবুর রহমান ও জিয়াউল হক জিয়াকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই দিন জাহিদুল ইসলাম পারভেজ ও মজিবর রহমানকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। ডিবি লালবাগ বিভাগ মো. কলিমকে গ্রেপ্তার করে। হাবিবুর রহমান উজ্জ্বলকে সোমবার ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের টিম। মুগদা এলাকা থেকে রেদওয়ান খান বোরহানকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার সোহানুর রহমান, আতাউল গনি কৌশিক, এরশাদুর রহমান রিফাত ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের টিম।
সিটিটিসির বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম।