রাজশাহী বিশ্ববিদ্যালয়: গণ–অভ্যুত্থান বিরোধিতাকারী শিক্ষকদের বিচার দাবি ছাত্রদলের
প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সংবাদ সম্মেলন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষকদের ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে চিহ্নিত করে তাঁদের ছবিসহ নামের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে ৭ আগস্ট বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে এই তালিকা প্রদর্শন করে বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথাগুলো জানায় ছাত্রদল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের এক ঐতিহাসিক লড়াই। সেই আন্দোলনে যেসব শিক্ষক তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং যাদের মদদে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’
সরদার জহুরুল ইসলাম আরও বলেন, তৎকালীন ফ্যাসিস্ট প্রশাসনের উপাচার্য, সহ-উপাচার্য ও প্রক্টরের নির্দেশ ও উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছিল। লক্ষ্য করা যাচ্ছে সেই ফ্যাসিস্ট সাবেক উপাচার্য, সহ-উপাচার্য ও প্রক্টর এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে রয়েছেন এবং নিয়মিত বেতন–ভাতা উত্তোলন করছেন।
বিগত প্রশাসনের সঙ্গে বর্তমান প্রশাসনের তুলনা করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বিগত প্রশাসনের মতো বর্তমান প্রশাসনও কিছুটা একই আচরণ করছে। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই প্রশাসন শিক্ষক নিয়োগে পক্ষপাতমূলত আচরণ করে একটি বিশেষ গোষ্ঠীর মনোনীত প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বিভিন্ন অবৈধ ও বিতর্কিত পন্থা অবলম্বন করছে, যা অত্যন্ত দুঃখজনক ও জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানের চেতনাবিরোধী।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ দলের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভের ঘোষণা দিয়ে জহুরুল ইসলাম জানান, ৭ আগস্ট গণ–অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের ছবিসহ তালিকা প্রকাশ করে তাঁদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এ সময় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে সব ফ্যাসিবাদী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার্থীসহ সবার প্রতি আহ্বান জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন