প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়

পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

গৌরবের ৭২ বছরে পা রাখল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রোববার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনটি উদ্‌যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রশাসন ভবন-১–এর সামনে। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে গিয়ে শেষ হয় সিনেট ভবনের সামনে।

সেখানে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে অংশ নেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৭১ বছর পেরিয়ে এলেও এখনো সব লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। শিক্ষার্থীদের খাবার, আবাসন, চিকিৎসা ও গবেষণায় নানা সংকট রয়ে গেছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ চলছে। বক্তারা আশা প্রকাশ করেন, ২০২৪ সালের জুলাইয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।

১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শহীদ ড. শামসুজ্জোহার স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদের আওতায় ৫৮টি বিভাগে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন।

এছাড়া এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে ছয়টি ইনস্টিটিউট। শিক্ষকের সংখ্যা হাজারের বেশি।