[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ব্রয়লার মুরগি ফাইল ছবি

বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। এ ছাড়া বাজারে বাড়তি রয়েছে কাঁচা মরিচের দামও।

খুচরা বিক্রেতারা জানান, নিম্নচাপের কারণে প্রায় দেড় সপ্তাহ ধরে দেশে বৃষ্টি হচ্ছে। এতে বাজারে মুরগি ও কাঁচা মরিচের সরবরাহ কিছুটা কমায় দাম বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কাঁঠালবাগান বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীতে গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। আর সোনালি মুরগির দাম ছিল ৩০০ থেকে ৩১০ টাকা। এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা ও সোনালি মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে ১০-২০ টাকা। তবে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১২০-১২৫ টাকায়। অবশ্য পাড়ামহল্লায় এ দাম আরও ৫-১০ টাকা বেশি। 

কাঁচা মরিচের দামও বেড়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমি বৃষ্টি শুরুর আগে, অর্থাৎ দেড় সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ কেনা যেত ৮০ থেকে ১২০ টাকায়। সে হিসাবে কেজিতে ১২০-১৩০ টাকা দাম বেশি রয়েছে। অবশ্য গত সপ্তাহে কাঁচা মরিচের দাম আরও বেশি ছিল; সে সময় দাম উঠেছিল সর্বোচ্চ ৩০০ টাকায়।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এ ছাড়া অন্যান্য সবজির দামও কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। বাজারে বেশির ভাগ সবজির কেজি এখন ৮০ টাকার আশপাশে। 

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সাব্বির হাসান বলেন, কাঁচা মরিচের দাম এক ধাক্কায় দেড় শ টাকার মতো বেড়েছে। এক সপ্তাহের বেশি সময় এ দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এটি অস্বাভাবিক। দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানো প্রয়োজন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন