নিজস্ব প্রতিবেদক ঢাকা

বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এক নারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা | ফাইল ছবি

ঢাকাসহ সারা দেশে গতকাল শুক্রবার বৃষ্টি বেড়েছে। রংপুর বিভাগের কয়েকটি অঞ্চল ছাড়া গতকাল সারা দেশে বৃষ্টি হয়েছে। কোথাও হালকা, কোথাও অতি ভারী, কোথাও–বা মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে গতকাল। বৃষ্টি বেড়ে যাওয়ার এ প্রবণতা আজ শনিবারও অব্যাহত থাকতে পারে।

সরকারের আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। আজ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় (৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায়) এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ এলাকায়) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতসহ অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টি বাড়ায় আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কোথাও হালকা, কোথাও অতি ভারী, কোথাও–বা মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে গতকাল। বৃষ্টি বেড়ে যাওয়ার এ প্রবণতা আজ শনিবারও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার আগপর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগের আর কোথাও বৃষ্টি হয়নি। রংপুর ছাড়া দেশের প্রতিটি বিভাগের সব জায়গায় গতকাল বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ১৬২ মিলিমিটার, যা অতি ভারী। সাতক্ষীরায়ও অতি ভারী বৃষ্টি হয়েছে, ১২১ মিলিমিটার। এ ছাড়া বাগেরহাটের মোংলায় ৭২ মিলিমিটার; সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৫৯ মিলিমিটার ও তাড়াশে ৪৫ মিলিমিটার; কক্সবাজারের কুতুবদিয়ায় ৫৮ মিলিমিটার ও টেকনাফে ৫৭ মিলিমিটার; যশোরে ৫০ মিলিমিটার; চুয়াডাঙ্গায় ৪৮ মিলিমিটার এবং খুলনায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল ঢাকায় বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা ছিল রংপুর, নীলফামারীর ডিমলা ও সিলেটে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।