নিজস্ব প্রতিবেদক ঢাকা

‘ছাত্র ও জনতার জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার  জাতীয় প্রেসক্লাব মিলনায়তন, ঢাকা | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করায় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। যদি এই খাতটিতে এত বেশি শুল্কারোপ করা হয়, তাহলে এটি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে এবং ঘুরে না–ও দাঁড়াতে পারে। এতে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে।’

আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। জাতীয় প্রেসক্লাবে ‘ছাত্র ও জনতার জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মির্জা ফখরুল বলেন, ‘মার্কিন শুল্কারোপের বিষয়টি দেশ ও আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়। অন্তর্বর্তী সরকার এতে কতটা মনোযোগ দিয়েছে, তা আমি নিশ্চিত নই। তাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিদের আমেরিকার সঙ্গে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা উচিত ছিল।’

অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক মির্জা ফখরুল মনে করেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। শিল্প রক্ষা, বিশেষ করে নারীদের চাকরির সুরক্ষা এবং অর্থনীতির আরও ক্ষতি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব সীমান্ত হত্যা এবং পুশ ইনের ঘটনাগুলোর বিষয়টিও তুলে ধরেন। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই বিষয়গুলোকে আরও গুরুত্বসহকারে নেওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সীমান্ত হত্যা এবং পুশ ইনের বিষয়গুলোকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি না। সংবাদপত্রে ছোট ছোট অংশে সংবাদ প্রকাশিত হচ্ছে। আমি সকল সাংবাদিক এবং গণমাধ্যম পেশাদারদের অনুরোধ করছি, তাঁরা যেন এই বিষয়গুলোকে তাঁদের প্রাপ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এগুলো কোনো ছোটখাটো বিষয় নয়। সীমান্তের বিভিন্ন জায়গায় নিয়মিতই এই ধরনের ঘটনা ঘটছে।’

ফখরুল অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে এই বিষয়গুলো জোরালোভাবে উত্থাপন করারও আহ্বান জানানা। ‘ভারতের সঙ্গে যথাযথ কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আলোচনার একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা উচিত,’ বলেন তিনি।

ফেনীতে সাম্প্রতিক বন্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর ন্যায্য পানি বণ্টনের অমীমাংসিত বিষয়টিও তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ভারতের সঙ্গে পানি বণ্টনের বিষয়টি মীমাংসা হয়নি। ফেনীতে ইতিমধ্যেই বন্যা শুরু হয়ে গেছে। বর্ষা অব্যাহত থাকায় আরও বন্যা হতে পারে। পানির সুষম বণ্টন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে।’

কোট: মার্কিন শুল্কারোপের বিষয়টি দেশ ও আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়। অন্তর্বর্তী সরকার এতে কতটা মনোযোগ দিয়েছে, তা আমি নিশ্চিত নই।

— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি

গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সহনশীলতা ও অনুশীলন ছাড়া প্রকৃত গণতন্ত্র বিকশিত হতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। কিন্তু সেই ঐক্য কোথায় থাকা উচিত? আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এটি থাকা উচিত। আমি আপনার সঙ্গে একমত না–ও হতে পারি, তবে আপনার মতামত প্রকাশের অধিকার রক্ষার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব—জাতীয় ঐক্যের অর্থ এটাই।’

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র অর্জনের জন্য ভিন্ন ভিন্ন মতামতের প্রতি সহনশীলতা অপরিহার্য। দুঃখের বিষয়, বাংলাদেশে আমরা কখনো সেই চেতনায় গণতন্ত্র অনুশীলন করিনি। গণতন্ত্র একটি সংস্কৃতি এবং এটি অনুশীলন না করে আমরা কীভাবে এটি অর্জনের আশা করতে পারি?’

তরুণদের সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা বারবার লড়াই করেছি। এখন একটি সত্যিকারের গণতান্ত্রিক জাতি গঠনে সফল হওয়ার জন্য আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে প্রস্তুত থাকতে হবে।’