প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বাইরে বেরিয়ে এসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন, যা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবে বিবেচিত হয়। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে | ছবি: পদ্মা ট্রিবিউন    

ঢাকার রাতের আকাশ প্রত্যক্ষ করল আলোর বিপ্লব। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক ড্রোন শো। দুই শ ড্রোনের আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জুলাইয়ে নারীর অবদানের নানা প্রতীক ও বার্তা। সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এমন দৃশ্য দেখা যায়। আলো–ছায়ার মাধ্যমে ফুটে ওঠে সাহস, সংগ্রাম আর স্মৃতির নানা গল্প।

‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিশেষ আয়োজন উপলক্ষে রাজু ভাস্কর্য থেকে টিএসসি হয়ে শহীদ মিনার পর্যন্ত শিক্ষার্থীদের পদচারণে মুখর হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

২০২৪ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বাইরে বেরিয়ে এসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন, যা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবে বিবেচিত হয়।

ড্রোন শোতে, ‘১৪ জুলাই’, ‘বিডিআর ম্যাসাকার’, ‘এনফোর্সড ডিসঅ্যাপেয়ারেন্স’, ‘শাপলা ম্যাসাকার’, ‘আবরার কিলিং: পরাধীনতার দিনগুলো’, ‘লাইলাতুল ইলেকশন’, ‘পোস্ট ডিলিট করো সমস্যা হবে’, ‘তাহলে কি রাজাকারের নাতি–পুতিরা পাবে’, ‘তুমি কে আমি কে?’, ‘জন্মভূমি অথবা মৃত্যু’, ‘আওয়াজ উঠা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘শোনো মহাজন আমরা অনেকজন’সহ বিভিন্ন স্লোগান ও ঘটনা প্রতীকীভাবে তুলে ধরা হয়।