সংবাদদাতা নওগাঁ

নওগাঁ সাহিত্য পরিষদের সংবাদ সম্মেলন | ছবি: পদ্মা ট্রিবিউন

নওগাঁ সাহিত্য পরিষদের চালু করা ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৫’ পাচ্ছেন কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরী ।

মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড়ের অভিজাত রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তাঁদের ঘোষণা করেন সংগঠনের সভাপতি অরিন্দম মাহমুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।

এই পদক দুইজনকে হাতে তুলে দেওয়া হবে আগামী ১৮ ও ১৯ জুলাই সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত লেখক সম্মেলনের অনুষ্ঠানে। পদকের সঙ্গে থাকবে অর্থমূল্য, পদক, উত্তরীয় এবং সম্মাননাপত্র। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক কবি ও সাহিত্যিক উপস্থিত থাকবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মজিদ মাহমুদ একজন জনপ্রিয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। তার লেখা ‘মাহফুজামঙ্গল’ ও ‘আপেল কাহিনী’সহ অনেক কাব্যগ্রন্থ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তিনি ৬০টির বেশি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে ২০টি কাব্যগ্রন্থ ও ২০টি প্রবন্ধগ্রন্থ। পেয়েছেন জাতীয় প্রেসক্লাব পুরস্কারসহ ২০টির বেশি পুরস্কার।

অন্যদিকে, খসরু চৌধুরী একজন পরিচিত অনুবাদক, গল্পকার ও কবি। তিনি অনেক বিখ্যাত বিদেশি বই বাংলায় অনুবাদ করেছেন, যেগুলো দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২০১টি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কায়েস উদ্দীন, কথাসাহিত্যিক রবিউল করিম, কবি মনোয়ার লিটন, সম্পাদক মাহফুজ ফারুকসহ অনেকে।

সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বলেন, 'চর্যাপদের অন্যতম কবি কাহ্নপা, যিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে বসে কবিতা লিখেছেন- তাঁর নামেই এই পদক প্রতিষ্ঠিত হয়েছে। গত বছর আমরা এই পদক দিয়েছিলাম কবি আমিনুল ইসলাম ও সম্পাদক মিজানুর রহমান বেলালকে।' 

সভাপতি অরিন্দম মাহমুদ বলেন, 'এই পদকের মাধ্যমে আমরা নওগাঁ ও বরেন্দ্র অঞ্চলের সাহিত্যিকদের অবদান দেশ-বিদেশে তুলে ধরতে চাই। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।'