প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

লাশ | প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ হারালেন শুকরানী বেগম (৪০)।

শনিবার সকাল ১০টার দিকে ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বিজয় মোড়ে ঘটে এই ঘটনা। নিহত শুকরানী ওই এলাকার সবুর আলীর মেয়ে। 

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘পারিবারিক বিরোধের কারণে শুকরানী বেগমের সঙ্গে মামুন ও নিয়ামতের ঝগড়া হয়। তখন তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। স্থানীয়রা আহত শুকরানীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, 'এই ঘটনায় শুকরানীর পিতা সবুর আলীও আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এখনো পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।'