প্রতিনিধি আনোয়ারা
![]() |
লাশ | প্রতীকী ছবি |
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘ঘটনাস্থলের পাশে বিদ্যুতের ছেঁড়া তার দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হাঁটাচলা করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় নিহত ব্যক্তির শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।’