নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
দুর্নীতি দমন কমিশন (দুদক) |
দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসান দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। এমনকি সময় বাড়ানোর আবেদনও করেননি। মঙ্গলবার হাজির হতে দুদক তাঁদের তলব করেছিল।
বিষয়টি নিয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কেউ সেই সুযোগ না নিলে, তা তাঁদেরই বিষয়। তবে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়া বা সময়ক্ষেপণের কৌশল কাজে আসবে না।
আক্তার হোসেন আরও বলেন, তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের অনুপস্থিতির কারণে অনুসন্ধান থেমে থাকবে না। দুদকের অনুসন্ধান দল আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাহলে তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, যদি অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয় যে কেউ পালিয়ে যেতে পারেন, তবে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটি অনুসন্ধান দলের এখতিয়ার।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তলব করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, যাঁদের অভিযোগ সংশ্লিষ্ট মনে হবে বা প্রমাণে সহায়ক মনে হবে, অনুসন্ধান দল প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।
দুদকের পরবর্তী করণীয় বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আমাদের অনুসন্ধান দল তাঁদের আরও একবার তলব করতে পারে। সেখানে নোটিশে উল্লেখ থাকবে—যদি নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য না পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে যে এ বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেই।’
এদিকে দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া এ বি এম গাজী সালাউদ্দিনকে ২১ মে এবং যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে ২২ মে তলব করেছে দুদক।