প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

সীমান্ত | প্রতীকী ছবি

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকালে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কে আজ রোববার সকাল পৌনে ১০টায় বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা তিন থেকে চার মাস আগে কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। কাজ শেষে গতকাল সকালে বকচর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাঁদের আটক করে। এদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। বাকি ৯ জন দেশের বিভিন্ন জেলার।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পাসপোর্ট আইনে বিজিবির দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।