প্রতিনিধি সাভার

আহত উজ্জ্বল হোসেনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। শনিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন  

ঢাকার সাভারে বাগ্‌বিতণ্ডার জেরে বেসরকারি ৭১ টিভির ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেনকে (৪২) মারধর করেছেন একদল যুবক। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত উজ্জ্বল হোসেনের বাড়ি সাভারের লালটেক এলাকায়। তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত উজ্জ্বল হোসেন জানান, উত্তর চাপাইন এলাকায় তাঁর বাসার অদূরে একটি পুকুরপাড়ে নিয়মিত মাদক সেবন করেন চাপাইন ও লালটেক এলাকার ১০ থেকে ২০ জন যুবক। তিনি বিভিন্ন সময় সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন। গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেলে আসা দুই যুবককে থামিয়ে কোথায় গিয়েছিল জানতে চাইলে তাঁরা তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এরপর তিনি একটু দূরে লালটেক মসজিদ-সংলগ্ন এলাকায় যান। তখন ওই দুই যুবক আরও ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে মসজিদের সামনে যান। সেখানে তাঁর সঙ্গে ওই যুবকদের পরিচিত স্থানীয় ওহাব হাজি (৬০) ও তাঁর ছেলে মো. সাদ্দামের (৩০) বাগ্‌বিতণ্ডা হয়।

উজ্জ্বল অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। লালটেক কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে সাদ্দাম তাঁর পথরোধ করেন। তাঁর (সাদ্দাম) বাবার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তুলে তাঁকে বাঁশ দিয়ে পেটান। এ সময় সাদ্দামের দুই ভাই অতনু (২৫) ও হৃদয় (২০) ও তাঁর বাবা ওহাব হাজী (৬০) ঘটনাস্থলে এসে তাঁকে কিল-ঘুষি দেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জানতে চাইলে ওহাব হাজি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় তাঁরা একটি লিখিত অভিযোগ পেয়েছেন।