প্রতিনিধি রাজশাহী

রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে বসেছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজশাহী নার্সিং কলেজে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে  বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে শিক্ষার্থীরা এ নির্দেশনা মানবেন না বলে জানিয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আগের দিন মঙ্গলবার কলেজের ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) ও বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন বলেন, ‘১৬ মে ভর্তি পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়! আমি ট্যাকেল দিতে পারছি না। সে জন্য সমন্বয় করে আমি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) কোর্সের শিক্ষার্থীরা তাঁদের বিএর সমমান দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের পৃথক দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে ভুল বোঝাবুঝি থেকে মঙ্গলবার দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এর জের ধরে কলেজ বন্ধ ঘোষণা করা হলো।

তবে এমন নির্দেশনায় নার্সিং কলেজের বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ। তাঁরা বলছেন, তাঁদের ওপর হামলা হলো, তাঁরা আহত ও রক্তাক্ত হয়েছেন; আবার উল্টো তাঁদেরই শাস্তি দেওয়া হচ্ছে। লেখাপড়া বাদ দিয়ে এখন হল ত্যাগ করতে বলা হচ্ছে। হল ত্যাগ না করলে শাস্তি দেওয়া হবে বলা হয়েছে। হঠাৎ এই নির্দেশনায় দূরের ছাত্রীরা কোথায় যাবেন এখন, প্রশ্ন শিক্ষার্থীদের।

রাজাশাহী নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ও বি এস সি ইন নার্সিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম খান জানান, দেশব্যাপী সরকারি এবং বেসরকারি নার্সিং কলেজের চার বছর মেয়াদী বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছিল। মঙ্গলবার রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজে যখন আন্দোলন করেছিল তখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় সিনিয়র স্টাফ নার্স দায়িত্বরত অবস্থা থেকে এবং কতিপয় বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা রাজশাহী নার্সিং কলেজের ভেতরে বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় আনুমানিক ২৫ থেকে ৩০ জন আহত হয় এবং ৬ জন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সেখানেও নার্সিংয়ের বিএসসি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

জহিরুল ইসলাম, সেই হামলার প্রতিবাদস্বরুপ আজ বুধবার রাজশাহী নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিচারের দাবিতে কলেজ ক্যাম্পাসে অবস্থান করে। এর মধ্যে কলেজের প্রিন্সিপাল অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন। সেই সঙ্গে শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশনা দেন। তবু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা অনশনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।