প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে বিভাগের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন   

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভাগটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কমিটির জরুরি সভায় বিভাগের নাম পরিবর্তন করে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’ করার সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন  বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ বিকেলে একটি জরুরি সভা হয়। সভায় শিক্ষার্থীদের প্রস্তাবিত বিভাগের নতুন নাম গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি অনুমোদনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া বিভাগে কোনো সেশনজট নেই। নিয়মিত পরীক্ষার ফলাফল দেওয়া হয়। অন্য দাবিটি সময়সাপেক্ষ। সেটিও ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। ওই দিনই বিভাগের ৪১৫তম একাডেমিক সভায় এ ব্যাপারে একটি উপকমিটি গঠন করা হয়। সেই কমিটি ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে এক দিন আলোচনা করেছে। কিন্তু দ্রুত সিদ্ধান্ত না আসায় আজ বিভাগের শিক্ষার্থীরা সকাল ১০টায় অনশনে বসেন। এমন পরিস্থিতিতে বিকেল সাড়ে চারটার দিকে বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভা বসে। সেই সভায় শিক্ষার্থীদের প্রস্তাবিত বিভাগের নতুন নাম গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পরে বিকেল পাঁচটার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি তিনটি ছিল, ফোকলোর বিভাগের নাম পরিবর্তন বা সংস্কার করতে হবে, যাতে বিষয়ের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বাড়ে; পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করতে বিভাগীয় উদ্যোগ নিতে হবে এবং পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে ও নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করতে হবে।