[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাজীপুর

গাজীপুরে কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। আজ সোমবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরের কালিয়াকৈরে ঈদে ছুটি বৃদ্ধি ও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল ৮টা থেকে পূর্ব মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিকপক্ষ কারখানা দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্ব মৌচাক এলাকার ‘জালো নিটিং লিমিটেড’ কারখানার শ্রমিকেরা ঈদের ছুটি ১২ দিন করা ও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে গতকাল রোববার থেকে আন্দোলন শুরু করেন। ওই দিন কিছুক্ষণ বিক্ষোভ করে তাঁরা ফিরে যান।

আজ সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকেরা দেখতে পান কারখানার গেটে একটি নোটিশ টাঙানো রয়েছে। সেখানে লেখা, ‘জালো নিটিং লিমিটেডের সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৯ মে থেকে ২০ মে পর্যন্ত দুই দিন সবেতন সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ২১ মে থেকে কারখানার কার্যক্রম যথারীতি চলবে।’

এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সকাল ৮টা থেকে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সকাল ৯টার দিকে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপরও শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ৯টার দিকে আঞ্চলিক সড়কে যান চলাচল আবার শুরু হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকেরা ছুটি বাড়ানো ও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন