নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ঢাকা, ২৪ মে, ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নাম জড়িয়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মনে করেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ছাত্র উপদেষ্টারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গেছেন এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন।
আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় ছাত্র উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের অপদস্থ করার নিন্দা জানান তিনি।
এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
বৈঠক শেষে রাত সোয়া ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁরা প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই দায়িত্ব সম্পন্ন করেই যেন তিনি যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তাঁকে অনুরোধ করা হয়েছে।
বৈঠকে এনসিপিকে কেন ডাকা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা কাজ করতে পারছেন না। সে ক্ষেত্রে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন কি না—সেসব বিষয় আলোচনা করতেই তাঁদের বৈঠকে ডাকা হয়েছে।
সরকার কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলে এনসিপিকে জানিয়েছে, এমন এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে মুহাম্মদ ইউনূস দায়িত্বে এসেছিলেন। তবে সেই প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে এসেছে বলে প্রধান উপদেষ্টার মনে হচ্ছে। প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, সেই জায়গায় প্রধান উপদেষ্টা হতাশা ব্যক্ত করেছেন।
নাহিদ ইসলাম বলেন, তাঁরা প্রধান উপদেষ্টাকে বলেছেন তিনি যেন দায়িত্বে থাকেন এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করেন। এ সময় তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দল নয়; বরং জনগণ এবং গণ-অভ্যুত্থানকারী ছাত্র-জনতা, তাদের আহ্বানেই তিনি (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি আসলে কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ)।...বিষয়টি যেন তিনি বিবেচনা করেন যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে।’