প্রতিনিধি নেত্রকোনা

হাতকড়া | প্রতীকী ছবি

নেত্রকোনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার সন্ধ্যায় আটপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

পরে রাতে শিশুটির বাবা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠাচ্ছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মাসুম মিয়া (৪০)। তিনি আটপাড়া উপজেলার বাসিন্দা, পেশায় ইজিবাইকচালক।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আট বছরের ছেলেশিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। গতকাল সন্ধ্যায় মাদ্রাসা থেকে সে হেঁটে বাড়ি ফিরছিল; পথে মাসুম মিয়ার ইজিবাইকে উঠে। এ সময় ইজিবাইকে যাত্রী না থাকায় শিশুটিকে নিরাপদে বসার কথা বলে মাসুম মিয়া তাঁর পাশে বসান। পরে তিনি শিশুটিকে দোকান থেকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সড়কের পাশে জঙ্গলসংলগ্ন এলাকায় ইজিবাইকটি থামান। এ সময় শিশুটিকে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টা চালান। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় মাসুম মিয়াকে মারধর করে পুলিশে সোপর্দ করে লোকজন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মামলায় মাসুম মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।