প্রতিনিধি নোয়াখালী
![]() |
নোয়াখালীতে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বিকেলে জেলা শহর মাইজদীর নাপিতের পোল এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
২৪-এর গণ–অভ্যুত্থানের নেতাদের বিতর্কিত করতে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘নাহিদ ইসলাম থেকে শুরু করে যাঁরাই আমাদের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের বিতর্কিত করার জন্য মিডিয়াকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।’
মঙ্গলবার বিকেলে নোয়াখালীতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল, দলের নিবন্ধনপ্রক্রিয়া ত্বরান্বিতকরণ ও সমন্বয় কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় হান্নান মাসউদ এ কথা বলেন।
সভায় হান্নান মাসউদ বলেন, ‘আমরা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিগত ১৬ বছরে এমপি-মন্ত্রীদের বাসায় তল্লাশি করতে দেখিনি। অথচ এই সরকারের যে উপদেষ্টারা অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে ভূমিকা রাখছেন, তাঁদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই দেশের মানুষকে সচেতন থাকতে হবে। আপনাদের জানার কথা, নাহিদ ইসলামের পিএস কোথায় কার জন্য সুপারিশ করেছেন, সেটা মিডিয়াতে ফলাও করে প্রচার হয়, কিন্তু কারা সুপারিশ করছে, সেটা নিয়ে কোনো কথা হয় না।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ আরও বলেন, ‘আমরা দেখেছি, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সেক্টর হচ্ছে এনবিআর। সেই এনবিআরকে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। কর আরোপ করবে একটি সংস্থা আর আদায় করবে আরেকটি। কিন্তু আবার এ নিয়ে একটি পক্ষের গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। চুরি, টাকা পাচারের অধিকার তারা আবার আগের মতোই রাখতে চায়।’
হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের মন্ত্রী-এমপি অপরাধ করলে জেলে যেতে হয়, এ রকম আইন আছে। কিন্তু সচিব–আমলারা কোনো অপরাধ করলে, অন্যায় করলে, দুর্নীতি করলে তাঁদের চাকরি যায় না, তাঁদের শুরু বদলি করা হয়। সরকার এখন তাঁদের দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নিচ্ছে। দুর্নীতি করলে, অন্যায় করলে তাঁদের চাকরিচ্যুত করা যাবে। এ আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাঁরা বলছেন, এটি কালো আইন। তাঁরা আসলে দুর্নীতি করার অধিকার চাইছেন। দুর্নীতি করার স্বাধীনতা চাইছেন।
হান্নান মাসউদ বলেন, ‘ফ্যাসিবাদী বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রের মুখোশ পরা রাজনৈতিক দলগুলো অবস্থান নিচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা আজকে নতুনভাবে লড়াই করার জন্য একত্র হয়েছি। আমরা নতুন স্বপ্নের জন্য একত্র হয়েছি। মিডিয়ার মাধ্যমে আমাদের বিতর্কিত করতে পারবেন। কারণ, আপনাদের শক্তি আছে। কিন্তু আমাদের সঙ্গে আছে এই দেশের সাধারণ জনগণ।’
শহরের নাপিতের পোল এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর, নোয়াখালী অঞ্চল তত্ত্বাবধায়ক মুনতাসীর মাহমুদ, সংগঠক মিনহাজুল আবেদীন, সংগঠক নফিউল ইসলাম প্রমুখ।