প্রতিনিধি চট্টগ্রাম
![]() |
শ্রমিকদের মারধরের অভিযোগে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছে প্রাইম মুভার চালক-শ্রমিকেরা। আজ বেলা ১২টার দিকে বন্দরের সল্টগোলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার-ট্রেইলারচালক ও শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তাঁরা। নগরের পাহাড়তলী থানায় ইউনিয়নের সভাপতি ও দুই শ্রমিককে মারধরের অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার–ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।
ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রাইম মুভার-ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। এর প্রতিবাদে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। সেখান থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।
ইউনিয়নের সহসভাপতি হুমায়ুন কবির বলেন, ‘মঙ্গলবার অলংকার পুলিশ বক্সে এক চালকের লাইসেন্স জব্দ করলে সেখানে ইউনিয়নের সভাপতি যান। পুলিশ তাঁকে শারীরিকভাবে হেনস্তা করে। পরে দুই শ্রমিকসহ তাঁকে থানায় নিয়ে মারধরও করা হয়। আজকের মধ্যে এর সমাধান না হলে আমাদের কর্মবিরতি চলবে।’
শ্রমিকদের অভিযোগের প্রসঙ্গে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত, প্রাইম মুভার ও ট্রেইলার চট্টগ্রাম বন্দর থেকে ডিপোসহ বিভিন্ন স্থানে কনটেইনার ও পণ্য পরিবহন করে। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে কনটেইনার ওঠানো–নামানো ব্যাহত হয়েছে বলে জানা গেছে। কনটেইনার ডিপোগুলোতেও পণ্য পরিবহন বন্ধ বলে জানান মালিকেরা।
জানতে চাইলে বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ধর্মঘটের প্রভাবে ডিপো থেকে বন্দরে রপ্তানি কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। আবার বন্দর থেকে ডিপোতে কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।
কাস্টম হাউসে কলমবিরতি
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা—এই দুই ভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। মধ্যরাতে জারি করা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে একযোগে কলমবিরতি পালন করছেন এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি–সংক্রান্ত কার্যক্রম এ কলমবিরতি কর্মসূচির বাইরে বলে জানা গেছে। কলমবিরতির কারণে দেশের সবচেয়ে বড় কাস্টম হাউস চট্টগ্রামে আজ সকাল ১০টা থেকে আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ বেলা ৩টা পর্যন্ত কলমবিরতি পালন করেছেন কর্মকর্তারা। এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম বন্ধ ছিল। দেশের সবচেয়ে বড় এই কাস্টম হাউসে প্রতিদিন গড়ে পাঁচ হাজার আমদানি চালান খালাস হয়।