নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
শুক্রবার রাতে শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ড সংলগ্ন জায়গায় অস্থায়ী এলইডি স্ক্রিনে জুলাই গণ–অভ্যুত্থানের ভিডিও দেখছেন আন্দোলনকারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ (ব্লকেড) কর্মসূচি চলছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ রোগী বহনকারী যানবাহনগুলোকে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছিলেন আন্দোলনকারীরা। শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ড–সংলগ্ন জায়গায় অস্থায়ী এলইডি স্ক্রিন বসিয়ে তাতে জুলাই গণ–অভ্যুত্থানের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছিল।
সড়কে বসে উত্তাল সে সময়ের ভিডিও দেখছিলেন আন্দোলনকারীরা। এর মধ্যেই তাঁরা একটু পরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
এর আগে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। তখন থেকে আট ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ কর্মসূচি অব্যাহত আছে। শাহবাগ ব্লকেড শুরু হওয়ার আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা।
![]() |
শুক্রবার রাতে শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ড–=সংলগ্ন জায়গায় অস্থায়ী এলইডি স্ক্রিনে জুলাই গণ–অভ্যুত্থানের ভিডিও দেখছেন আন্দোলনকারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
শুক্রবার দুপুরের আাগে যমুনার কাছে ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করা হয়। সেখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন এবং সড়ক অবরোধ করেন।
শুক্রবার রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, শাহবাগ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বলেন, শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচি হবে। এর পাশাপাশি সারা দেশে জুলাই অভ্যুত্থানের পয়েন্টগুলোতে (স্থান) গণজমায়েত কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তিনি।