নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা - কর্মচারীরা | ছবি: এনবিআর কর্মকর্তাদের সৌজন্যে পাওয়া |
রাজস্ব প্রশাসনে অস্থিরতা কাটছে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলছে। শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই নিজেদের কক্ষ ছেড়ে এনবিআরের নিচতলায় অবস্থান নিয়েছেন। আজ শনিবার সকাল নয়টা থেকেই এ পরিস্থিতি চলছে।
পাঁচ দিনের নানা কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর মধ্যে আজ চলছে কাস্টম হাউস, শুল্কস্টেশন ব্যতীত কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি। ঢাকার বাইরের দপ্তরগুলোয় কর্মবিরতি চলছে বলে জানা গেছে।
কয়েক দিন ধরেই আন্দোলন করছেন শুল্ক-কর কর্মকর্তা কর্মচারীরা। অচলাবস্থা চলছে সারা দেশের শুল্ক-কর কার্যালয়ে। গত মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে অর্থ উপদেষ্টাসহ সরকারের তিন উপদেষ্টার বৈঠকেও সমস্যা সমাধান হয়নি। এরপর গত বৃহস্পতিবার শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ন রেখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রাজস্ব খাতের প্রশাসন আলাদা করার কাঠামো কীভাবে হবে, তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সব অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ সংশোধন করা হবে।
কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি বহাল রাখেন।
এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
![]() |
আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা - কর্মচারীরা | ছবি: এনবিআর কর্মকর্তাদের সৌজন্যে পাওয়া |
আগামীকাল রোববার কাস্টম হাউস, শুল্কস্টেশন ব্যতীত কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একইভাবে পূর্ণাঙ্গ কর্মবিরতি। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির কর্মসূচি দেওয়া আছে।