প্রতিনিধি টেকনাফ

বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে | ফাইল ছবি

সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে করে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেন্টমার্টিন দ্বীপ। বাজারে নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৈরী আবহাওয়া ও সাগরের উত্তাল পরিস্থিতির কারণে গত তিন দিন ধরে যাত্রীবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। দ্বীপজুড়ে বইছে ঝোড়ো হাওয়া, শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ। সতর্কতার অংশ হিসেবে মাছ ধরার ট্রলারগুলোও ফিরে এসেছে টেকনাফে।

সেন্টমার্টিনের বাসিন্দা আইয়াত উল্লাহ বলেন, ‘আগেই আমরা সংকটে ছিলাম। এখন যেহেতু নৌযান চলাচল বন্ধ, বাজারে প্রায় সব প্রয়োজনীয় জিনিসপত্র ফুরিয়ে গেছে। খুব তাড়াতাড়ি যদি খাদ্যসামগ্রী না আসে, অনেক পরিবারকে না খেয়ে থাকতে হতে পারে।’

টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ জানান, ঝুঁকির আশঙ্কায় গত কয়েক দিন ধরে ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে মালামাল পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে। দ্বীপবাসী কর্মহীন হয়ে দুর্বিষহ সময় পার করছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। টেকনাফ উপকূলেও বিরতিহীনভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে।

এদিকে, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধে জোয়ারের ঢেউ আঘাত হানছে। এতে ওই এলাকার অন্তত ৫০টির বেশি পরিবার ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘সকাল থেকেই নদীর পানি বেড়ে বাঁধে আঘাত করছে। যেকোনো সময় বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, 'তিন দিন ধরে দ্বীপে নৌযান বন্ধ থাকায় বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে। মানুষ মানবেতর জীবন যাপন করছে।'

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে আগে থেকেই সেন্টমার্টিনের আড়াই হাজার মানুষের জন্য ত্রাণ পাঠানো হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌ চলাচল আবার শুরু হবে।’

তিনি আরও জানান, 'শাহপরীর দ্বীপের ভাঙনের বিষয়ে পাউবোসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।'