প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ করেছে ছাত্রদল | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ করেছে ছাত্রদল।

রোববার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করে কলেজ শাখা ছাত্রদল।

বিক্ষোভে বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আল শামীম, সাধারণ সম্পাদক মো. আমির হাসান জীবন ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আনোয়ার।

বক্তারা বলেন, সাম্যর মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। মোটরসাইকেল সংঘর্ষ ও কথাকাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা সাম্য হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার সকালে সাম্যর বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।