প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়
![]() |
রাবি অর্থ বিভাগের শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ পাপুলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ পাপুলের বিরুদ্ধে যৌন হয়রানি ও আপত্তিকর ঘটনার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এতে ‘হেদায়েত উল্লাহর ধিক্কার চাই, চাই স্থায়ী বহিষ্কার’, ‘এক দফা
এক দাবি—পাপুল তুই কবে যাবি’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, মোহাম্মদ হেদায়েত উল্লাহ অতীতেও একাধিকবার অনৈতিক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ, গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কক্ষে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন তিনি। এ ঘটনার ভিডিও ১৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, 'যে শিক্ষক বারবার এমন অনৈতিক ঘটনায় জড়াচ্ছেন, তার জায়গা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হতে পারে না। আমরা চাই, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক।'
বিক্ষোভ শেষে অর্থ বিভাগের এক শিক্ষার্থী বলেন, 'তিনি শুধু আমাদের বিভাগের না, পুরো বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি করেছেন। আমরা তার ক্লাস করতে চাই না, শিক্ষক বলতেও লজ্জা লাগে। বিভাগ থেকেই স্থায়ীভাবে বহিষ্কার চাই।'
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক শিবলী সাদিক বলেন, 'ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে অচিরেই বিভাগীয় সিদ্ধান্ত নেওয়া হবে।'
যোগাযোগের চেষ্টা করা হলেও অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।