প্রতিনিধি গোপালগঞ্জ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম ইয়ামিনুল হাসান আলিফকে গণপিটুনি দিচ্ছে শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম ইয়ামিনুল হাসান আলিফকে গণপিটুনি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে শেখ রাসেল হলে অবস্থান করছিলেন আলিফ। বিষয়টি জানতে পেরে কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে তাঁকে আটক করেন। এ সময় আলিফের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ আলিফকে জুতার মালা পরিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার দাবি তোলেন। তবে হল প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা তা থেকে সরে আসেন। সন্ধ্যার দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হলে শিক্ষার্থীরা আলিফকে গণপিটুনি দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
জানা গেছে, আলিফ বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের সাবেক শিক্ষার্থী। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকায়। প্রয়াত বাবা ইলিয়াস আহমাদ খান ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একটি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলিফ নিজেকে একসময় ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সহসম্পাদক দাবি করতেন। আবার কখনো ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলেও পরিচয় দিতেন। সাম্প্রতিক সময়ে ফেসবুকে তাঁকে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে ছবিতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একজন ব্যক্তি একাধিক রাজনৈতিক পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি কখন কী হন, বুঝে ওঠা যায় না। এসব দেখে আমরা ক্ষুব্ধ।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। মারধরের শিকার হওয়ায় তাঁকে চিকিৎসা দেওয়া হয়।’