প্রতিনিধি বগুড়া

বগুড়া জেলার মানচিত্র

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা–কর্মীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি যাচাই-বাছাই শেষে রোববার বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, সহসভাপতি পদপ্রার্থী ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইব্রাহীম শেখ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি আবদুল গফুর প্রামাণিক, প্রচার সম্পাদক পদপ্রার্থী ও বগুড়া শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কার্যকরী সভাপতি পদপ্রার্থী ও শ্রমিক লীগের নেতা আনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলাম।

এর মধ্যে গত শনিবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির কাছে জাল স্বাক্ষরের অভিযোগসংক্রান্ত শুনানিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলাম। আর কার্যকরী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের পর পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

আনোয়ার হোসেন শ্রমিক লীগের সমর্থক এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বগুড়া সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামের চাচা। আমিনুল ইসলাম বগুড়া বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকও। ৫ আগস্টের পর একাধিক হত্যা মামলায় আসামি করায় তিনি বর্তমানে আত্মগোপনে আছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়া আদালতের কৌঁসুলি আবদুল বাছেদ বলেন, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জাল করে মনোনয়ন দাখিল করার লিখিত অভিযোগ পেয়ে যাচাই–বাছাই ও শুনানির জন্য শনিবার বিকেলে সশরীর উপস্থিত থাকতে বলা হয়েছিল। শুনানিতে বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত না হওয়ায় বিধি মোতাবেক তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া ক্রীড়া সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন শুনানিতে হাজির হলেও তাঁরা তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগ খণ্ডন করতে ব্যর্থ হয়েছেন। যাচাই-বাছাই শেষে ৬ জনকে বাদ দিয়ে নির্বাচনে ১১৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে শ্রমিক লীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা বাতিল চেয়ে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির নিকট লিখিত আপত্তি দাখিল করেন গণ অধিকার পরিষদের নেতারা। একই দাবি জানিয়ে গত শুক্রবার লিখিত আপত্তি দাখিল করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শ্রমিক উইং। শুক্রবার বিকেলে এনসিপির নেতারা মিছিল নিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন এবং মনোনয়ন বাতিলের দাবি জানান।

২৩ মে বগুড়া জিলা স্কুলে মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪৭২।