[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ

প্রকাশঃ
অ+ অ-

ডন ও রয়টার্স

কাশ্মীরের শ্রীনগরে রাস্তায় সতর্ক পাহারায় ভারতের নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ২৬ এপ্রিল ২০২৫ | ছবি: রয়টার্স

কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।

ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫ | ছবি: রয়টার্স

সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানও উপস্থিত ছিলেন। তাঁরা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলেন।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। বুধবারের সংবাদ সম্মেলনে একই কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

নরেন্দ্র মোদি | ফাইল ছবি: এএফপি

 এই কর্মকর্তা বলেন, ‘অভিযোগ অনুযায়ী পাকিস্তানভিত্তিক তথাকথিত সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে, ঘটনাস্থলটি (ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের) অনেক গভীরে অবস্থিত।’ তিনি বলেন, যেখানে হামলা হয়েছে, সেখান থেকে পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের সবচেয়ে কাছের বাঘ শহরও অনেক দূরে অবস্থিত। এর অর্থ হলো ভারতের অভিযোগ ভিত্তিহীন।

একই সুরে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে ‘ভারতের তৈরি করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উসকানিমূলক পরিবেশ’ পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে ফেলেছে।

নিয়ন্ত্রণরেখায় ভারতের যুদ্ধবিমান

নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ ও রেডিও পাকিস্তান জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধবিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। ২৯ ও ৩০ এপ্রিলের মধ্যবর্তী রাতে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ভারতের যুদ্ধবিমানগুলো জম্মু ও কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রিত আকাশসীমায় টহল দিচ্ছিল। পিএএফ তা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নেয়। তবে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এ বিষয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি বলে সংবাদমাধ্যম ডন–এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাফাল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান। ভারতের কাছে এরই মধ্যে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে সোমবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে।

ইসহাক দার | ফাইল ছবি

এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের কয়েকটি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা দিয়ে যাওয়া দেশি-বিদেশি সব ধরনের ফ্লাইট চলাচলে নজরদারি বাড়িয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ভারতের সম্ভাব্য হামলা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে নিরাপত্তার কারণে বুধবার পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট ও স্কার্দু শহরের মধ্যে নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ পাকিস্তানের সব প্রধান বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলার পরিকল্পনা’

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে পিটিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য তাঁদের হাতে রয়েছে। এ ধরনের হামলার জন্য পেহেলগামের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করবে ভারত, যা ভিত্তিহীন ও বানোয়াট।

এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে পেহেলগামের হামলার ঘটনার জবাব দিতে ভারতের সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকালও ভারতের মন্ত্রিসভার নিরাপত্তাসংক্রান্ত কমিটি (সিসিএস), অর্থনৈতিক (সিসিইএ) ও রাজনৈতিক (সিসিপিএ) কমিটির সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মোদি। 

পেহেলগামে হামলার পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর টহল। ২৭ এপ্রিল, ডাল লেক | ছবি: রয়টার্স
 
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে (এনএসএবি) বড় পরিবর্তন আনা হয়েছে। গতকাল এসএসএবির পর্ষদের শীর্ষে বসানো হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক যোশিকে। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি র-এর প্রধান ছিলেন। পেহেলগাম–কাণ্ডে ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দীর্ঘ সাত বছর পর এনএসএবি পুনর্গঠন করা হলো।

সংযত থাকার আহ্বান

পেহেলগাম হামলার পরপরই ভিসা বাতিল, সিন্ধু পানিচুক্তি বাতিলসহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনাও ঘটছে। মঙ্গলবার দিবাগত রাতেও পাকিস্তানি সেনারা গুলি ছুড়েছেন বলে দাবি করেছে ভারত। এ নিয়ে টানা ছয় দিনের মতো দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।

পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা নিয়ে এরই মধ্যে বিশ্বনেতারা একাধিকবার সতর্কতা উচ্চরণ করেছেন। সংযত আচরণ করতে উভয় দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।
পাকিস্তান–ভারতকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন