[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অনুমোদন হারাল ঈশ্বরদীর জয় বাংলা নারী উন্নয়ন সংস্থা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

ক্ষুদ্রঋণ | ছবি: এআই দিয়ে তৈরি

পাবনার ঈশ্বরদীতে জাতীয় পদক ও এআইপি সম্মাননা পাওয়া কৃষক নুরুন্নাহার বেগমের পরিচালনায় চলা ‘জয় বাংলা নারী উন্নয়ন সংস্থা’র ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার অনুমোদন বাতিল করেছে সরকার।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত আছে, যেগুলো ক্ষুদ্রঋণ সংস্থাগুলোকে মানতে হয়। এই নিয়মগুলো নির্ধারণ করা হয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬ এবং বিধিমালা, ২০১০ নামে দুটি সরকারি নীতিমালার মাধ্যমে। ‘জয় বাংলা নারী উন্নয়ন সংস্থা’এই নিয়মগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারেনি। তাই এই আইন ও বিধিমালার ভিত্তিতে ৩ এপ্রিল তাদের অনুমোদন বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংস্থাটি গ্রাহকদের কাছ থেকে যে সঞ্চয় বা আমানত সংগ্রহ করেছে, তা আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফেরত দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ‘জয় বাংলা নারী উন্নয়ন সংস্থা’র সঙ্গে আর্থিক লেনদেন বা ঋণ কার্যক্রম থেকে বিরত থাকতে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সংস্থার পরিচালক প্রকৌশলী রায়হান কবির হিরক বলেন, ‘আমরা ৫ আগস্টের পর ‘পল্লী নারী উন্নয়ন সংস্থা’ নামে একটি নতুন প্রতিষ্ঠানের জন্য আবেদন করেছি। এজন্য পুরোনো সংস্থার কার্যক্রম বন্ধ করে, নতুন নামে অনুমোদন পাওয়ার পর সেই অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন