প্রতিনিধি রংপুর

রংপুর সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ। আজ বুধবার দুপুরে নগর ভবনের প্রধান ফটকের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন 

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান এবং কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তাঁদের সমর্থকেরা। তাঁরা দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন। দাবি পূরণ না হলে ঈদের পর লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে নগরের শাপলা চত্বর থেকে ‘রংপুর মহানগরবাসী’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিটি বাজারসংলগ্ন নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন বিক্ষোভকারী ব্যক্তিরা। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারী ব্যক্তিরা বলছেন, মেয়র-কাউন্সিলর না থাকায় আমলারা ইচ্ছামতো নগর ভবন পরিচালনা করছেন। এতে নগরবাসী বিড়ম্বনায় পড়েছেন। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।

নগর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় পার্টির মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবদুর রাজ্জাকসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে তাঁরা বক্তব্য দেননি। সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ফেরদৌসী বেগম, মোখলেছুর রহমানসহ বিভিন্ন শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। সাবেক কাউন্সিলররা সিটি করপোরেশনের নানা ভোগান্তির কথা তুলে ধরে তাঁদের পুনর্বহালের দাবি জানান।

সমাবেশে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপির প্রার্থীরা নির্বাচন বয়কট করলেও তাঁদের মেয়র ঘোষণা করা হয়েছে। কিন্তু তিনি স্বচ্ছ ভোটে লক্ষাধিক ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। অথচ গত ১৯ আগস্ট তাঁকে অপসারণ করা হয়। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সিটি করপোরেশন একটি অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। টাকা ছাড়া সরকারের মনোনীত প্রশাসক কোনো কাজ করছেন না বলে তিনি অভিযোগ করেন।

মোস্তাফিজার রহমান তাঁদের পুনর্বহাল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সাত দিনের সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১৩ জুন থেকে নগর ভবনের সামনে মঞ্চ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে তিনি ঘোষণা দেন।

২০২৩ সালের ২৭ নভেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পুনর্নির্বাচিত হন মোস্তাফিজার রহমান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে ১৯ আগস্ট দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।