[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান | ছবি: পদ্মা ট্রিবিউন 

বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বুধবার চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৮তম দীর্ঘমেয়াদি কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতী ক্যাডেটদের পুরস্কার প্রদান করেন।

এয়ার চিফ মার্শাল বলেন, 'বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও উন্নয়নশীল দেশ। আমরা পররাষ্ট্রনীতিতে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এই নীতিতে অটল থাকলেও, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।' 

তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী আজ দেশের নিরাপত্তা, আস্থা ও ঐক্যের প্রতীক। যেকোনো সংকটে বাহিনীর সদস্যরা সবসময় দেশপ্রেম, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।'
  
সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান | ছবি: পদ্মা ট্রিবিউন 

শহীদ ও আত্মত্যাগকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 'তাঁদের অবদান আমাদের চিরন্তন প্রেরণা।' তিনি আরও বলেন, 'জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সম্মান অর্জন করেছে।'

নবীন কর্মকর্তাদের উদ্দেশে বিমানবাহিনী প্রধান বলেন, 'সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব তোমাদের পালন করতে হবে।' 

তিনি আরও বলেন, 'বিশ্ব এখন দ্রুত বদলে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লব, সাইবার যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়ই সফলতার চাবিকাঠি। সেনাবাহিনীকে প্রযুক্তিনির্ভর, সুশৃঙ্খল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।' 

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক, গণমাধ্যমকর্মী ও ক্যাডেটদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অংশ নেন বাংলাদেশসহ বিভিন্ন মিত্র দেশের প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরাও, যা বিএমএর আন্তর্জাতিক মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন