নিজস্ব প্রতিবেদক ঢাকা

শেকড় পাবনা ফাউন্ডেশনের লোগো

পাবনার দুটি ঐতিহাসিক ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। রোববার সন্ধ্যায় আয়োজিত এক জরুরি সভা শেষে সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা ও সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান খান স্বাক্ষরিত বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলের নাম পরিবর্তন করা হয়েছে। অথচ এই দুটি নাম পাবনার মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

শহীদ আমিন উদ্দিন ১৯৭১ সালের শুরুতেই পাক হানাদারদের হাতে শহীদ হন। তিনি পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ছিলেন। আর রফিকুল ইসলাম বকুল ছিলেন একজন খ্যাতনামা মুক্তিযোদ্ধা, যিনি ২৩ মার্চ ১৯৭১ সালে পাবনায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। পরবর্তীকালে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

‘শেকড় ফাউন্ডেশন’ বলছে, এই দুই ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় নাগরিক সমাজ, ক্রীড়া সংগঠক বা রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। এ ধরনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং সাধারণ মানুষের আবেগ-অনুভূতির প্রতি অশ্রদ্ধার প্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, 'যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই একপেশে সিদ্ধান্তে আমরা বিস্মিত ও ব্যথিত। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে পূর্বের নাম পুনর্বহালের দাবি জানাচ্ছি।'

সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, ‘পেছনে কোনো সুবিধাবাদী মহলের ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শেকড় ফাউন্ডেশন বলেছে, 'মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষদের মনোভূমিতে আঘাত করে ইতিহাস বিকৃতির কোনো প্রয়াসই সফল হবে না। বরং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জাতির সূর্য সন্তানদের স্মৃতি সংরক্ষণের দায়িত্বশীল পদক্ষেপ নেওয়াই সময়োপযোগী হবে।'