নিজস্ব প্রতিবেদক ঢাকা

সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহকারী কর্মচারীরা বিচার বিভাগের সহকারী কর্মচারীর স্বীকৃতির দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকালে পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে | ছবি: পদ্মা ট্রিবিউন

সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহকারী কর্মচারীরা আজ সোমবার বিচার বিভাগের সহকারী কর্মচারীর স্বীকৃতির দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। একই সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সমমানের বেতন স্কেল চালুর দাবিও জানিয়েছেন তাঁরা।

ঢাকার নিম্ন আদালতের সহকারী কর্মচারীরাও ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সমাবেশ করেছেন। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তাঁরা।

ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সমাবেশে সহকারী কর্মচারীরা বলেন, তাঁরা বৈষম্যের শিকার। তাঁরা আদালতে কর্মচারী হিসেবে কাজ করলেও বিচার বিভাগের সহকারী কর্মচারী হিসেবে স্বীকৃতি পাননি। তাঁদের বেতন দেয় সংস্থাপন মন্ত্রণালয়। তাঁদের পদোন্নতির সুযোগও কম।

অন্যান্য সরকারি সংস্থার কর্মচারীদের চেয়ে বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান খন্দকার বলেন, বহু বছর ধরে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহকারী কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁরা সব সময় আদালতেই কাজ করেন। অথচ তাঁরা বিচার বিভাগের সরকারি কর্মচারী নন। অন্যান্য সব সরকারি সংস্থার কর্মচারীদের যথেষ্ট পদোন্নতির সুযোগ রয়েছে। কিন্তু অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীদের পদোন্নতির সুযোগ খুবই কম। এ বিষয়ে প্রতিকারের জন্য আগের সরকারের প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের বিচার বিভাগীয় কমিশনের কাছেও দাবি জানিয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন রেজওয়ান খন্দকার।