সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সীমান্তবর্তী ছয়টি বিচ্ছিন্ন ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা গঠনের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে প্রস্তাবিত যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সীমান্তবর্তী ছয়টি বিচ্ছিন্ন ইউনিয়নকে নিয়ে পৃথক উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে প্রস্তাবিত যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

কাজীপুর উপজেলার মুনসুরনগর, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর ও চরগিরিশ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি উঠেছে। ইউনিয়নগুলো যমুনা নদীর পূর্ব পারে অবস্থিত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজীপুর উপজেলার মোট ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি পশ্চিম পারে, বাকি ৬টি পূর্ব পারে। যমুনা নদী মাঝখানে থাকায় পূর্ব পারের মানুষ প্রশাসনিক সেবা পেতে ভোগান্তিতে পড়েন।

সমাবেশে বক্তারা বলেন, যমুনার পশ্চিম পারে উপজেলা সদরের অবস্থান হওয়ায় পূর্ব পারের বাসিন্দাদের নৌকায় নদী পার হয়ে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় হয়। বিশেষ করে মামলা-মোকদ্দমার মতো কাজ থাকলে এক দিন আগেই রওনা হতে হয়। অথচ এর জন্য সরকারিভাবে ওই সব এলাকার জনগণের জন্য কোনো লঞ্চ বা নৌযান নেই। যে কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই যমুনা চরের ছয়টি ইউনিয়নের মানুষকে প্রতিনিয়ত চলতে হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রবীণ সাংবাদিক ফরিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাদের, কবি আলতাফ হোসেন, সিরাজগঞ্জ পলিটেকনিক সিটির পরিচালক জহুরুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক ফরিদুল হক প্রমুখ বক্তব্য দেন। যমুনা উপজেলার দাবির সঙ্গে একাত্মতা ও সংহতি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ বক্তব্য দেন।

বক্তাদের ভাষ্য, যমুনা নদীর পূর্ব পারের মানুষের কৃষিজ উৎপাদন বেশি হলেও শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ও সরকারি সেবায় রয়েছে বড় ধরনের বৈষম্য। কাজীপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে পূর্ব পারে রয়েছে মাত্র ২টি, ১৪টি কারিগরি কলেজের সব কটিই পশ্চিম পারে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও একই চিত্র। ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১৪টি পূর্ব পারে। এ ছাড়া ১০টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৯টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৪টি হাসপাতালের সবগুলোই পশ্চিম পারে অবস্থিত। পূর্ব পারের ছয়টি ইউনিয়নের মানুষের যোগাযোগ ও জীবনযাত্রা সরিষাবাড়ীর সঙ্গে অনেক সহজ। তাই এ ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন যমুনা উপজেলা গঠন করা হলে স্থানীয় লোকজনের ভোগান্তি অনেকটাই কমবে।