প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ চার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা এবং আচরণবিধি প্রকাশসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের পথনকশা অনুযায়ী কার্যক্রম পরিচালনার দাবি জানান।
শিক্ষার্থীদের বাকি দুটি দাবি হলো—রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতার পথনকশা প্রণয়ন করা। এসব দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে তাঁরা আগামীকাল সোমবার দুপুরে ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন।
এখন পর্যন্ত রাকসুর নির্বাচন কমিশনার কোনো ফলপ্রসূ কাজ করতে পারেনি বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান (সজিব)। তিনি বলেন, রাকসু নির্বাচনের জন্য প্রশাসন থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনার কোনো ফলপ্রসূ কাজ করতে পারেনি। রাকসু নির্বাচনের আচরণবিধি এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ অতিক্রম হয়ে গেলেও এখনো তারা প্রকাশ করতে পারেনি। শিক্ষার্থীদের রোডম্যাপ অনুযায়ী রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই সঙ্গে অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিক ভাতা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, ‘আমাদের জুলাই আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করা। রাকসু নির্বাচনের জন্য যখন আমরা রাজপথে দাঁড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে কোনো কোনো রাজনৈতিক দল এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ঢাকা থেকে দলের নির্দেশনায় সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকের মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে ঢাকা থেকে নয়।’
মানববন্ধন সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ। এ সময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়টির সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব, ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, ইসলামী ছাত্রশিবিরের মতিহার হল শাখার সভাপতি তাজুল ইসলাম, ইনফরমেশন ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু জোবাইর প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।