প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। আজ শনিবার সকালে বন্দর হাইস্কুল মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বন্দর ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন।
সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ডক বন্দর অঞ্চল শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ বক্তব্য দেন।
![]() |
সমাবেশে জড়ো হওয়া লোকজন | ছবি: পদ্মা ট্রিবিউন |
বক্তারা বলেন, নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই টার্মিনাল ভালোভাবে চলছে। ভুল তথ্যের ওপর ভিত্তি করে টার্মিনালটি বিদেশিদের হাতে না দেওয়ার জন্য আহ্বান জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে।
আন্দোলনকারীদের ভাষ্য, টার্মিনালে আধুনিক সব যন্ত্রপাতি আছে এবং ভালোভাবে চলছে। এই টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিপক্ষে তাঁরা। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে বন্দরের সেবার মান ও দক্ষতা বাড়বে এবং বড় অঙ্কের আর্থিক লাভ হবে।