প্রতিনিধি ভৈরব
![]() |
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক মো. সজীব (২২) নিহত হওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে আয়োজিত সভার মাঝেই সামনে এল আরেকটি ছিনতাইয়ের ঘটনা। আজ শুক্রবার সভা চলাকালে এক নারী হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে এসে জানান, কিছুক্ষণ আগেই তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন।
ভুক্তভোগী ফরিদা বানু (৪৫) বলেন, ‘আমার মাইয়ার গলায় সমস্যা। ভৈরবে ডাক্তার দেখাইতে আইছি। ব্রিজের কাছে কয়েকজন ছুরি নিয়া সামনে আইলো। তিন শ টাকা আর মোবাইল ছিনাইয়া লইয়া গেল। আমার সব নিয়া গেছে। অহন আমি কী করুম?’
ফরিদা বানুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামে। তিনি মৃত নিদু মিয়ার স্ত্রী। আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সভায় তিনি উপস্থিত হয়ে এ অভিযোগ করেন।
সভায় বক্তব্য দেন ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর আহমেদ, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ভৈরব এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। দিনরাত সমানতালে চলছে ছিনতাই। শুধু টাকা ছিনিয়ে নেওয়াই নয়, ছুরিকাঘাতে মানুষকে জখম করাও এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত বুধবার নিহত হন ট্রাকচালক মো. সজীব। তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামতেই ছিনতাইকারীর কবলে পড়েন। সভায় বক্তারা দ্রুত ছিনতাইকারীদের তালিকা প্রকাশ ও তাঁদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
নিহত সজীবের ভাই ইব্রাহিম মিয়া বলেন, ‘আমি ট্রাকে ছিলাম। ভাই প্রকৃতির ডাকে সাড়া দিতে নামার কয়েক মিনিট পরই ছিনতাইকারী ব্যক্তিরা তাকে ঘিরে ধরে। সব দিয়ে দেওয়ার পরও তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।’
প্রেসক্লাবের সদস্যসচিব সোহেলুর রহমান বলেন, ‘বাসস্ট্যান্ডে র্যাব অফিস থাকার পরও ভৈরবে ছিনতাই কমছে না। আমরা এখন সাধারণ মানুষই এগিয়ে আসব নিরাপত্তা নিশ্চিত করতে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানী বলেন, সজীব হত্যার ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে, এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। টহল বাড়ানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।