প্রতিনিধি চট্টগ্রাম

ফাতেমা খানম লিজা | ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আগের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে আবার দলের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তিনি সংগঠনের কাজেও অংশ নিতে পারবেন।

শনিবার সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন এই তথ্য জানিয়েছে।

এর আগে ১৭ মে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল, ‘সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। তাই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।’

তবে লিজা অভিযোগগুলো অস্বীকার করেছিলেন এবং দলকে দুই ঘণ্টার মধ্যে প্রমাণ দেখানোর জন্য বলেছিলেন। প্রমাণ না দিলে তিনি সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন।