প্রতিনিধি সুনামগঞ্জ
![]() |
সীমান্ত | প্রতীকী ছবি |
সুনামগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি এলাকায় আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত সামছু মিয়া (২৫) উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি আত্মগোপনে আছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির রাজাপাড়া বিওপির অধীন চিনাকান্দি এলাকায় চারজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের পণ্য আনতে যান। সীমান্তের ওপারে ভারতে কারফিউ চলছে। তখন বিএসএফের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের কথা–কাটাকাটি হয়। তাঁদের ছত্রভঙ্গ করতে বিএসএফের সদস্যরা গুলি করেন। এতে সামছু মিয়া আহত হন। এ সময় তাঁর বাঁ হাতের কাঁধে আঘাত লাগে। সকালে সামছু মিয়া বাংলাদেশে পালিয়ে আসেন। পরে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে আত্মগোপন করেন।
আজ বেলা ১১টার দিকে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, যাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।