প্রতিনিধি মমৌলভীবাজার

বেগুনি রঙের উচ্ছ্বাস ডালে ডালে। মৌলভীবাজার শহরের মনু নদের পাড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

‘এই পৃথিবীর এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ/ সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকূপী ঘাসে অবিরল/ সেখানে গাছের নাম: কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল’—স্থানটি হয়তো পুরাটা এই পঙ্‌ক্তির মতো সাজানো নয়। এখানে সবুজ ডাঙায় পঙ্‌ক্তির মতো দু-চারটি হিজল ছাড়া মধুকূপী ঘাস নেই; কাঁঠাল, অশ্বত্থ বা বট নেই। তবে এই স্থানও এই পৃথিবীরই, এখানেও সবুজ ডাঙা আছে, চোখজুড়ানো মায়া ছড়িয়ে অন্যরা আছে। আর স্থানটিতে এ সময়ে যে আছে ‘সবচেয়ে সুন্দর করুণ’ হয়ে, সে হচ্ছে বাড়ির কাছের আরশি-পড়শি রূপসী এক ফুলের রানি ‘জারুল’।

এই প্রতিবেশীর এখন কারও দিকে চোখ ফেরানোর কাজ নেই। এখন সে উদাস-আনন্দে নিজেকে উজাড় করছে, গাছে গাছে ফুলের বন্যা নিয়ে এসেছে। রূপ তার বেগুনি, হাওয়ার বুকে ঢলে পড়ছে, নাচ করছে। স্থানটি মৌলভীবাজার শহরের উত্তর পাশে, মনু নদের পাড়ে। মনুর পাড়ে অনেকগুলো জারুলগাছে এখন ফুলেদের হাসিখুশি সময় চলছে।

ফুলের বেগুনি শরীরে আছড়ে পড়ছে বাতাস, দুলে উঠছে, নেচে উঠছে ফুলের দল | ছবি: পদ্মা ট্রিবিউন

মনুর ঢালে সারি সারি জারুলগাছে ফুল ফুটেছে। বেশ কয়েক দিন থেকেই ফুল ফোটা শুরু হয়েছে। শুরুতে এক-দুটা গাছে ফুল ফুটেছিল। এখন ধীরে ধীরে অর্ধশত গাছের ডালে ডালে কুঁড়ি ধরেছে, কমবেশি ফুল ফুটেছে। কোথাও দু-চারটা ডালে, কোথাও ঝেপে এসেছে ফুল। নদের পাড়ে জারুল ফুলের মনখোলা, মনরাঙানো উচ্ছ্বাস। ফুলের বেগুনি শরীরে আছড়ে পড়ছে বাতাস, দুলে উঠছে, নেচে উঠছে ফুলের দল। চোখ ফেরানো যায় না, এমনই তার রূপমাধুরী। হাওয়ার দাপটে কিছু পাপড়ি বাতাসে উড়ে গিয়ে পড়ছে নদের পানিতে।

স্থানীয় লোকজন বলছেন, বছর দু–এক আগেও এখানে এত জারুলগাছ ছিল না। বুনো ঝোপঝাড়ে ভরা ছিল মনু নদের পাড়টি। মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ শান্তিবাগ ওয়াকওয়ে নির্মাণের পর ২০২৩ সালে মনু নদের পাড়ে অনেকগুলো ফুলের গাছ লাগায়। সেই দলে ছিল জারুলের চারাও। ধীরে ধীরে গাছগুলোতে ফুল আসছে। এবারই প্রথম একসঙ্গে এত জারুল ফুল ফুটতে দেখা গেছে।

উজ্জ্বল বেগুনি বর্ণের উচ্ছ্বলতা এবং ঘন সবুজ পাতার পটভূমিকায় জারুল ফুল সৌন্দর্যে অনন্য | ছবি: পদ্মা ট্রিবিউন

নিসর্গবিদ দ্বিজেন শর্মা জারুল সম্পর্কে তাঁর লেখায় বলেছেন, জারুলের আদি আবাস চীন, মালয় ও বাংলা-ভারতের জলাভূমি অঞ্চল। গ্রীষ্মের শুরুতে জারুল ফুটতে শুরু করে। উজ্জ্বল বেগুনি বর্ণের উচ্ছ্বলতা এবং ঘন সবুজ পাতার পটভূমিকায় এই ফুল সৌন্দর্যে অনন্য।