[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জয়পুরহাটে ছাত্রছাত্রীদের টাকা নয়ছয়, শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাট জেলার মানচিত্র

জয়পুরহাটের কালাই উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৯৬৭ শিক্ষার্থীর মুঠোফোন অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। ২২ এপ্রিল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গত রোববার। এ বিষয়টি জানাজানি হয় সোমবার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছরের জুলাই ও ডিসেম্বর কিস্তিতে কালাই উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬৭ শিক্ষার্থীর অভিভাবকের বিকাশ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা হয়। বিষয়টি অনুসন্ধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। এরপর মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলে তাঁর প্রস্তাবনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছিল। এ ঘটনায় থানায় জিডি করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বিষয়টি জানিয়েছিলাম। তদন্তও হয়েছিল। মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি। তবে এতে আমি জড়িত নই।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘কালাই উপজেলায় প্রায় এক হাজার উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকের মুঠোফোন অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা হয়েছিল। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পেয়ে মন্ত্রণালয় কালাই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। এখনো প্রজ্ঞাপন হাতে পাইনি। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে বিষয়টি জেনেছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন