প্রতিনিধি রংপুর

রংপুর জেলার মানচিত্র

রংপুর নগরের ময়লার ভাগাড়ে হাঁটুর নিচ থেকে মানুষের খণ্ডিত একটি পা পড়েছিল। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই পা উদ্ধার করে পুলিশ। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ বলছে, পাটি কার, কীভাবে এখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের পাশে রংপুর সিটি করপোরেশনের ডাস্টবিনে ময়লা নিতে গিয়ে কাটা খণ্ডিত পা দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁরা কাটা পা রেখে ময়লা নিয়ে চলে আসেন। এরপর স্থানীয় ব্যক্তিরা পুলিশেকে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পা উদ্ধার করে।

রংপুর নগরের ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) জিয়াউর রহমান বলেন, হাঁটুর নিচ থেকে কাটা অংশ বাঁ পাশের। পায়ের পাতা ও আঙুলে ক্ষত নেই। তবে হাঁটুর নিচের মাংসপেশি পঁচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী হাসপাতাল বা ক্লিনিকের কোথাও চিকিৎসাজনিত কারণে পাটি কাটা হয়েছে। কেউ কাটা পা ময়লার ভাগাড়ে ফেলে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য সেটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। এটি কার পা, কারা এটি ফেলে গেছে, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়ার্ড সুপারভাইজার সিরাজ মিয়া বলেন, সকাল ৯টার দিকে বর্জ্য নেওয়ার গাড়িচালক মান্নান মিয়া তাঁকে ফোন করে ঘটনাটি জানান। কোথা থেকে কাটা পা এল, তা নিয়ে পরিচ্ছন্নতাকর্মীরাও ভয় পান। রংপুর সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করে। কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে কাটা পাটি যদি ফেলা হয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, মানুষ এতে আতঙ্কিত হয়েছে।