প্রতিনিধি বগুড়া
![]() |
২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভা দেশের অন্যতম বড় পৌরসভা। বগুড়া শহরের সাতমাথা এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন |
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা অনুযায়ী বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা রোববার বিকেলে এ গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা–২০১০–এর বিধি-৫–এর উপবিধি(২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকার মৌজাসমূহের অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হলো। এ বিষয়ে কারও কোনো মতামত বা আপত্তি থাকলে তা একই বিধিমালার বিধি ৫–এর উপবিধি(৪) মোতাবেক গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে দাখিল করতে হবে। ওই সময়ের পর মতামত বা আপত্তি গ্রহণ হবে না।’
বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ প্রথম আলোকে বলেন, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিষয়ে কোনো আপত্তি বা মতামত প্রদানে ইচ্ছুক হলে তা আগামী এক মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে জানাতে হবে। ৪৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। এরপর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম শুরু হবে।
এর আগে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে ১০ এপ্রিল জারি করা এক চিঠিতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গণবিজ্ঞাপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।
বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার প্রথম আলোকে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজ জেলা বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন প্রতিষ্ঠার জন্য বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রচেষ্টায় ২০০৫-০৬ সালে কার্যক্রম শুরু হয়। তখন সিটি করপোরেশন ঘোষণার জন্য পৌরসভার সীমানা সম্প্রসারণ করে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হয়। কিন্তু বগুড়ার প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক বিদ্বেষের কারণে সিটি করপোরেশন ঘোষণার উদ্যোগ এত দিন আলোর মুখ দেখেনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গত ২৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে।