নিজস্ব প্রতিবেদক

ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবি ডিএমপি | ছবি: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘ঝটিকা মিছিলে’ অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ, কৃষক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক করা ব্যক্তিরা হলেন কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ, বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগ শেরেবাংলা নগর থানার সহসভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির, ২৮ নম্বর ওয়ার্ড শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুর রব পাটোয়ারী, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এম কে আজিম, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু, ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা মো. দেলোয়ার হোসেন এবং বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রায়হান আহমেদ।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিকে বলা হয়, শুক্রবার বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে শামীম আহমেদ শহিদ ও জিয়া মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

অন্যদিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. আবদুর রব পাটোয়ারী ও মো. কবির হোসেনকে আটক করে। আর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি থেকে এম কে আজিমকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তুরাগ থানা এলাকা থেকে মো. দেলোয়ার হোসেনকে আটক করে ডিবির উত্তরা বিভাগ।

এ ছাড়া শুক্রবার দিবাগত রাতে মুগদা এলাকা থেকে রায়হান আহমেদ ও রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খানকে আটক করে ডিবির গুলশান বিভাগ।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।